প্রধান সংবাদ

করোনা: আক্রান্তের সংখ্যায় সবার ওপর যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যুক্তরাষ্ট্রে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ২৬৮। যা চীন-ইতালিকে ছাড়িয়ে আক্রান্তের সংখায় এখন সবার ওপর দেশটি।

ওয়ার্ল্ডওমিটার এর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় ১৭ হাজার ৫৭ জন। এছাড়া দেশটিতে একই সময়ে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ জনে।

দেশটিতে এপর্যন্ত ১ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৮০ হাজারের বেশি। এদের মধ্যে অন্তত ২ হাজার ১১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের খবর পাওয়া যায়নি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২৮৫ জনই রয়েছে, আর মৃতের সংখ্যা ৩ হাজার ২৮৭ জন।

এদিকে করোনায় যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জনে। একদিনে নতুন আক্রান্ত ৬ হাজার ১৫৩ জন, মোট ভুক্তভোগী ৮০ হাজার ৫৮৯ জন।

 

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button