প্রধান সংবাদস্বাস্থ্য কথা

অ্যান্টিজেন পরীক্ষা মানুষের কাজে আসবে

স্টাফ রিপোর্টার:
অ্যান্টিজেনর ফলাফল খুব সহজে পাওয়া যাবে এবং এটা মানুষের কাজে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দেশের ১০ জেলার করোনার নমুনা পরীক্ষা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরীক্ষা কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন তিনি।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী দেশে অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

করোনাকে নিয়ন্ত্রণ করার জন্যই অ্যান্টিজেন পরীক্ষা প্রয়োজন এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সবজেলাতে আরটি-পিসিআর টেস্ট করার সুযোগ নেই, ল্যাব নেই। কারণ আরটি-পিসিআরের জন্য বায়োসেফটি ল্যাব প্রয়োজন হয়, অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ বিষয়। তাই যেখানে পিসিআর ল্যাব নেই, সেখানে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যসে সুযোগ সুবিধা বাড়ানো গেল। আর এ পরীক্ষার ফলাফল খুব সহজে পাওয়া যাবে। মানুষের খুব কাজে দেবে।

মন্ত্রী বলেন, সম্প্রতি রোগীর সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়েছে। তাই এখন রোগী শনাক্ত করা খুব প্রয়োজন। রোগী শনাক্ত করে তাদেরকে চিকিৎসার আওতায় আনতে পারবো। তবে তার থেকেও প্রয়োজন সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা।

ভ্যাকসিনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই আমরাও ভ্যাকসিন পেয়ে যাবো।

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button