প্রধান সংবাদ

মগবাজার বিস্ফোরণে হেলে পড়েছে পাশের ভবন

স্টাফ রিপোর্টার:
রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তিনতলা ভবনের পাশের আরেকটি দোতলা ভবন হেলে পড়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-১ এর আঞ্চলিক কর্মকর্তা ভবনটি ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছেন। ওই ভবনটির বাসিন্দারাও সরে গেছেন।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা সকাল থেকেই দুর্ঘটনাস্থলে নজর রাখছিলাম। দুপুরের দিকে ভবনটি পাশের বিদ্যুতের পোলের উপর হেলে পড়ে। ২-৩ ফুট যাও গ্যাপ ছিল, এখন তা নেই। আমরা সিটি করপোরেশনে খবর দিলে অফিসার এসে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। ভবনটির লোকজন চলে গেছেন। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ভবনটিতে আরও কাউকে ঢুকতে দিচ্ছি না।’

আবুল বাশার জানান, মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের কারিগরি দল এসে ভবনটি পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে জানাবেন, ভবনটি ভেঙ্গে ফেলতে হবে কি না।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সাত জন মারা যান, আহত হন অর্ধশতাধিক। বিস্ফোরণে হতাহতের ঘটনায় ‘অবহেলার’ অভিযোগ এনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে।

মঙ্গলবার সকালে রমনা থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান নিশ্চিত করেছেন।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button