কবি মেহেবুব হক এর কবিতা ‘সুরক্ষার চাদর’
তুমি আমার পাশে চিরদিন ছিলে
আমার মনের মণিকোঠায় চিরদিন ছিলে
করেছি তোমায় আমি যতই অবহেলা
তবুও যাওনি আমায় ছেড়ে দুঃখভরা হৃদয় নিয়ে
মনে পড়ে , এইতো সেদিন
তোমার সাথে প্রথম দেখা হয়েছিল
স্বর্গের অপ্সরা হয়ে তুমি উঁকি দিয়েছিলে আমার জীবনে
বয়ে এনেছিলে আমার জীবনে গোলাপের পাপড়ির সৌরভ
আজও আমি ভুলি নি
ফাগুনের আগুন ঝরানো দুপুরে তোমার সেই মুক্তোর হাসি
অপার বিস্ময়ে চেয়েছিলাম বহুক্ষণ
আহ কী মায়াবী মুখ তোমার!
নিস্পাপ ছিল তোমার চাহনি
যেন কোন এক স্বর্গীয় আলোকছটা
আমাকে মোহিত করেছিল গভীরভাবে
তারপর প্রণয়
প্রণয় থেকে পরিণয়
আনন্দ উচ্ছ্বাসের বিউগল বেজে উঠেছিল আমাদের জীবনে
তারপর দেখতে দেখতে আঠারো টি বসন্ত পার হয়ে গেল
তবুও একটুও কমেনি তোমার অকৃত্রিম ভালোবাসার জোয়ার
একটুও আসেনি দাম্পত্য জীবনে হাহাকার
ররং দিনে দিনে হয়েছে জীবন প্রেম ভালোবাসার সুতিকাগার
আমি শুধুই ভাবি
যেন তোমার সুরক্ষার ফ্রেমে কাটে আমার প্রতিটি ক্ষণ
এমনিভাবে পার হয়ে যায় আমাদের অনন্ত যৌবন !
তাং-২৭/০২/২০২০ ইং, ঢাকা ।