গল্প-কবিতাপ্রধান সংবাদ

‘মাসুদ রানা’র অন্যতম লেখক আবদুল হাকিম আর নেই

স্টাফ রিপোর্টার:
জনপ্রিয় থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম মারা গেছেন।

শনিবার দুপুরে রাজধানীর বাসাবো পুর্ব নন্দীপাড়ায় বাসায় মাসুদ রানা সিরিজের অনেক বইয়ের এই লেখকের মৃত্যু হয়।

মেয়ে সাজিয়া হাকিম তার বাবার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ব্রংকাইটিসে ভুগছিলেন।

গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হচ্ছিলে শেখ আবদুল হাকিমকে। তবে নেওয়ার আগে বাসাতেই তার মৃত্যু হয়।

দাফন ও জানাজার বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সাজিয়া।

সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেনের হাত দিয়ে মাসুদ রানার যাত্রা শুরু হয়।

তবে ‘ঘোস্ট লেখক’ হিসেবে এই সিরিজের কয়েকশ বই শেখ আবদুল হাকিমের লেখা।

মাসুদ রানা সিরিজের বইয়ের স্বত্ব দাবি করে আইনি লড়াইয়ের কারণে গত বছর আলোচনায় আসেন শেখ আবদুল হাকিম।

এছাড়া তার লেখা গোয়েন্দা কাহিনী ও অনুদিত বইগুলোও রোমাঞ্চপ্রিয় পাঠকদের পছন্দের তালিকায় রয়েছে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button