গল্প-কবিতা

কবিতা ‘হারানো প্রেম’

মো: মেহেবুব হক

রাতটা গভীর হতেই মনটা
ভীষণ খারাপ হয়ে গেল!
মনে পড়ে গেল তোমার কথা
তোমার স্মৃতিচারণ করতেই
মনে একটা অজানা ভালোলাগা
হৃদয়ের ভিতর দোলা দিতে লাগল।
ফুরফুরে দখিনা বাতাসে
ব্যালকনিতে দাঁড়িয়ে তোমার সাথে
কত কথা, কত যে আলাপ করেছি
তা হয়তো আজ মনে নেই।
তবে তোমার রেশমি চুলের সুবাস আমি
আজও ভুলিনি।
দখিনা বাতাসের এক ঝটকায়
আজও মনে হয় তুমি বুঝি
আমার শিয়রে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ।
আহ্! কী নরম তুলতুলে হাত ছিল তোমার।
মাঝেমধ্যে দৃষ্টি পড়তেই
তোমার কাজল কালো মায়াবী চোখের
মাঝে আমি হারিয়ে যেতাম।
তুমি আনমনে গুনগুন করে
গান করতে করতে আমাকে ঘুম পাড়িয়ে দিতে।
কী রোমাঞ্চকর সময় না কাটিয়েছি
তোমার সাথে!
কেমন করে
আমার ভালোলাগার সেসব
সোনালি দিনগুলো অচিন পাখির ন্যায়
উড়াল দিল, তার উত্তর আজও পাইনি।
চারিদিকে ভীষণ গুমোট পরিবেশ।
মাঝে মাঝে আমার দমটা
যেন বন্ধ হয়ে আসে।
আমার মনের ভিতরে
শুধুই শূন্যতা, হাহাকার বিরাজ করে।
ঋদ্ধ আমি,
নিঃস্ব আমি,
রিক্ত আমি,
স্বর্গীয় ভালোবাসা হারানো প্রেমিক আমি।
গভীর রাতের শূন্যতা বুকে নিয়ে
হাহাকার করা অন্তহীন পথিক আমি।

Related Articles

Back to top button