গল্প-কবিতা

কবিতা ‘রণাঙ্গনের নায়ক’

- মো: মেহেবুব হক

রণাঙ্গনের নায়ক আমি
ছুটে চলেছি বীরের বেশে দেশে দেশে,
কখনও বা মরুভূমির বুকে নির্ভীক চোখে।
পার করেছি সাত সমুদ্র তের নদী,
জয় করেছি লাখো মানুষের মন অদ্যাবধি।
করেছি জয় আমি তেপান্তরের মাঠ
ললাটে এঁকেছি সৌভাগ্যের তিলক।
যুদ্ধের দামামা বেজেছে সারাদিন
শত্রুর প্রতীক্ষায় কেটেছে জীবন সঙ্গিন।
আমি ধরেছি যুদ্ধের হাল
চারিদিকে চেলেছি চাল।
ঢাল-তলোয়ারের মুহুমুহু আওয়াজ,
ময়দানে নেমেছি নিয়ে আজ রণাঙ্গনের সাজ।
আমার ডাকে দিয়েছে সাড়া সকলেই
বাদ পড়েনি কেউ!
আমি পেরেছি! আমি পেরেছি!
সকলের মনে জাগাতে ঐক্যের ঢেউ।
বীরের বেশে যুদ্ধ শেষে
হার মেনেছে শত্রুদল।
আমি বলেছি সকলকে
মনে রেখ তোমরা,
একতাই ছিল আমাদের শক্তি
একতাই ছিল আমাদের বল।
যুদ্ধ শেষ হয়নি
যুদ্ধ শেষ হয় না,
এমনিভাবে যুগে যুগে যারা
ঢেলেছে বুকের রক্ত।
তাদের বেড়েছে শক্তি, সাহস ও ধৈর্য্য
মন হয়েছে তাদের শক্ত।
তারাই দিয়েছে নেতৃত্ব জাতির
কালে কালে ধরেছে হাল
রণাঙ্গনের নায়ক তারাই
সফল হয়েছে তারা চিরকাল।

 

Related Articles

Back to top button