গল্প-কবিতাপ্রধান সংবাদ

কবিতা ‘পুণ্যের মাহাত্ন্য’

মেহেববু হক

পবিত্র হৃদয়ের আকুতি কড়া নাড়ে মহামহিমের দরবারে
ভক্তের ভক্তির জোয়ারে খুলে যায় ক্ষমার দ্বার
নিমিষেই পাপের পেয়ালা বিলীন হয় পুণ্যের মাহাত্ন্যে ।
এটাই মহান আল্লাহর অপার রহমত ও ক্ষমার বারিসম্পাত
যার ঝর্ণাধারায় সিক্ত হয় পাপী বান্দার মন
আল্লাহর নিকট সমর্পণের আকাঙ্ক্ষায় ছিঁড়ে যায় সকল অনাহত বন্ধন ।
শুধুই বেঁচে থাকে মুক্তির পরম নিঃশ্বাস
যে ক্ষণের সাক্ষী হয়ে
অযাচিত সংসার জীবনের বহু দুঃখ কষ্ট সয়ে
তৃষিত আত্মা কেবলই লীন হতে চাই ইশকে এলাহির দ্বারে ।

Related Articles

Back to top button