
তোমারদের সবাইকে জানাই অভিনন্দন,
তোমাদের সুখবর শুনে আনন্দে ভরে যায় মন।
কুসুমের মতো সুন্দর হোক তােমাদের জীবন,
সুরভিতে মাতোয়ারা হবে তোমাদের স্বজন।
পরম করুণাময় রাখুন তোমাদের সুখে,
নাম তোমাদের ছড়িয়ে পড়ুক সবার মুখে।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
সে আলোয় মন ভরেছে।
দাও দাও আরো দাও,
মন ভরিয়ে দাও, আঁখি জুড়িয়ে দাও।
পূর্ণ হোক সকল চাওয়া ও পাওয়া।
তোমাদের তরে হৃদয়ে মোর অনেক দোয়া।
