প্রধান সংবাদ

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার:
দেশে দুই জনের ওমিক্রন শনাক্ত হওয়ায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ‌কীভাবে ও কবে এবং কাদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং তা বিনামূল্যে নাকি অর্থের বিনিময়ে দেওয়া হবে- তা নির্ধারণে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

এর আগে বৈঠক থেকে বেরিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বৈঠকে ওমিক্রন এবং টিকা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button