প্রধান সংবাদবিনোদন

এবার ‘পরকীয়া’র জেরে বিচ্ছেদ অভিনেতা কাঞ্চনের

বিনোদন ডেস্ক
বাংলাদেশের বিনোদন অঙ্গনে যখন মাহিয়া মাহির বিচ্ছেদের খবরে সরগরম তখন পশ্চিমবঙ্গের টলিউডও বাজছে একই সুরে। পরকীয়ার জেরে ভাঙল সেখানকার কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিকের সংসার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চন এক ছাদের নিচে থাকছেন না অনেকদিন। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। এবার সেটাও সম্পন্ন হলো। গত ১০ জানুয়ারি তাদের বিবাহবিচ্ছেদের পক্ষে রায় দিয়েছেন ভারতীয় আদালত।

এ প্রসঙ্গে কাঞ্চন বলেন, খবরটা সত্য। এর বেশি আমি কিছু বলতে চাই না।’ অন্যদিকে পিঙ্কি বলেন, ‘হ্যাঁ। আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কাজের মধ্যে ডুবে আছি। ভালো আছি।

কাঞ্চন-পিংকির দাম্পত্য জীবনে ঝড় ওঠে বছর কয়েক আগে। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তারা। বেশ কিছুদিন চলতে থাকে অভিযোগ-পাল্টা অভিযোগ। এদিকে খবর ছড়ায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চন পরকীয়ায় জড়িয়েছেন। তারপর থেকেই দম্পতি আলাদা থাকতে শুরু করেন।

অনেকেই বলছেন কাঞ্চন-পিঙ্কির বিচ্ছেদের নেপথ্যে অভিনেতার ‘পরকীয়া’ই দায়ী। পরবর্তী সময়ে একে অপরের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে পরে তারা আদালতের দ্বারস্থ হন। অবশেষে গত মাসে তাদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়।

//এস//

Related Articles

Back to top button