সুন্দর মুখের ঈষৎ সুন্দর হাসি
যেন স্বচ্ছ মুক্ত ঝরে রাশি রাশি।
পটল চেরা আঁখির বক্র চাহনি
হৃদয়ে আঁকা নিখুঁত গাথুনি।
জাগিল মনের ভিতর কাঁপুনি
রূপলাবণ্যে লাগে অন্তরে ঝাকুনি।
কেন তব আগমন গোধুলী লগ্নে
অবেলায়, জীবন সায়াহ্নে?
অংশুমালী,তন্বী নন্দিনী
ওগো মনহরণকারিণী
ধুসর বিবর্ণ মরুভূমিতে
কেন এলে গোলাপ ফোটাতে
আঁধারে, নিজেরই অগোচরে
বেলা শেষে, অনিকেত অভিসারে।
কবি: