গল্প-কবিতাবইমেলা

নিউইয়র্কে বাংলা বই মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাংলা বইমেলা। এবার মেলার স্লোগান হচ্ছে, ‘বই আমার শক্তি, বই আমার মুক্তি’। বৃহস্পতিবার সন্ধ্যায় লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।

১৯৯২ সাল থেকে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন বইমেলার আয়োজন করে আসছে। মেলা উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ও বাংলাদেশ থেকে আমন্ত্রিত লেখক-শিল্পীরা নিউইয়র্কে এসে জড়ো হয়েছেন। তাদের উপস্থিতিতে আড্ডা-আলোচনায় এখন সরগরম নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকা।

ওইদিন উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা থেকে ভিডিও বার্তার মাধ্যমে কবি আসাদ চৌধুরী বলেন, বই আমাদের শক্তি। মানুষের কল্পনা শক্তিকে বাড়ানোর জন্য বইয়ের প্রয়োজন আছে। বই মানুষের জ্ঞানকে প্রজ্জ্বলিত করেছে । বই আমাদের নতুন পথ দেখাবে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button