আজ গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ
স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার রাতে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সারা দেশে বিজয় মিছিল, শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত বছর এই দিনে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত ৩৯টি দল অংশগ্রহণ করে।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২৮৮টি আসনে (আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কাস পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জেপি ১)। বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র সাতটি (বিএনপি ৫, গণফোরাম ২) আসন। স্বতন্ত্রসহ অন্যান্যরা জয় পায় তিনটি আসনে।
নির্বাচনে জয়ের পর চলতি বছরের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা। নতুন সরকারের জন্য গঠন করেন ৪৭ সদস্যের মন্ত্রিসভা। তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ে এই মন্ত্রিসভায় ছিলো চমকে ভরা। যেখানে আগের কেবিনেটের ২৫ পূর্ণমন্ত্রীই বাদ পড়েন। ২৭জন ছিলেন নতুন মুখ।
চিত্রদেশ//এস//