![](https://chitrodesh.com/wp-content/uploads/2020/02/image-107294-1581452883.jpg)
সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও এক বাংলাদেশি শনাক্ত
স্টাফ রিপোর্টার:
সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে দুই বাংলাদেশি অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তারা দুজনেই একই জায়গায় কাজ করতে যেতেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) এক হালনাগাদ তথ্যে বিষয়টি নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এ নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭ জনে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্ট্রেইট টাইমস অনলাইন জানিয়েছে, নতুন যে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৯ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিক। তিনি সেলেটার অ্যারোস্পেস হাইটস নামের একটি এলাকায় কাজ করতেন।
এর আগে গত শনিবার একই স্থানে আরেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি ৬ ফেব্রুয়ারি অসুস্থবোধ করলে স্থানীয় একটি ক্লিনিকে যান। পরে ১০ ফেব্রুয়ারি এনসিআইডি তে গেলে তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে তার শরীরে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া অপরজন সিঙ্গাপুরের নাগরিক। তার বয়স ৩৫ বছর। তবে এই দু’জনের কেউই সম্প্রতি চীন সফর করেননি।
চিত্রদেশ //এস//