প্রধান সংবাদ

অফিসে ঢুকতে পারছেন না আফগান নারী সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক:
পরিচয়পত্র দেখিয়েও এক আফগান নারী সাংবাদিক অফিসে ঢুকতে পারেননি বলে খবর প্রকাশ হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ওই নারী সাংবাদিক নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করে সহযোগিতা চেয়েছেন।

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

সেখানে হিজাব পরে ওই নারী সাংবাদিক বলছেন, আমাদের জীবন সংকটের মধ্যে রয়েছে।

ওই নারী আফগানিস্তানের সংবাদ পরিবেশক শবনম দাউরান। তিনি ৬ বছর ধরে একটি সরকারি খবরের চ্যানেলে কাজ করতেন।

তার অভিযোগ, সম্প্রতি তাকে অফিসে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ভিডিওতে তিনি বলেন, পরিস্থিতি বদলের পরও আমি আশা ছাড়িনি। অফিসেও গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য। হিজাব পরে অফিসের পরিচয়পত্র দেখানোর পরও আমায় ঢুকতে দেওয়া হয়নি।

তবে শবনমের পুরুষ সহকর্মীরা কাজে যোগ দিতে পেরেছেন। শবনম বলেছেন, আমার যে সব পুরুষ সহকর্মীর পরিচয়পত্র রয়েছে তাদের অফিসে ঢুকতে দেওয়া হয়েছে। কিন্তু আমাকে বলা হয় ব্যবস্থার পরিবর্তন হয়েছে। তাই আমি আর কাজ করতে পারব না।

তার আকুতি, যারা আমার কথা শুনছেন, তাদের কাছে আমার অনুরোধ দয়া করে আমাদের সাহায্য করুন। সূত্র: ইন্ডিয়া টুডে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button