খেলাধুলা

সাকিবকে জয়ী করতে আপনিও ভোট দিন

স্পোর্টস ডেস্ক:
২০১০ থেকে ২০১৯ সাল। এই এক দশকে কে সেরা? বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নাকি ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা? সমর্থকরা তাদের সেরা ক্রিকেটারকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। এ সুযোগটি করে দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

সেরা ক্রিকেটার বাছাইয়ের কাউডাউন কয়েকদিন হল শুরু হয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ১ জানুয়ারি সকাল ৭টা পর্যন্ত ক্রিকইনফোর ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন।

এদের মধ্যে কে সেরা সেরা? রঙ্গনা হেরাথ-বিরাট কোহলি, স্টিভ স্মিথ-সুনীল নারিন, এবি ডি ভিলিয়ার্স-রশিদ খান, রোহিত শর্মা-সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন-লাসিথ মালিঙ্গা, ডেল স্টেইন-রবিচন্দ্র অশ্বিন, জেমস অ্যান্ডারসন-মহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকস-ক্রিস গেইলকে।

রঙ্গনা হেরাথ-বিরাট কোহলিকে ইতিমধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৪০ জন। এর মধ্যে ৮১ শতাংশ ভোট পেয়েছে এগিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আর ১৯ শতাংশ ভোট পেয়েছেন শ্রীলংকান সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথ।

স্টিভ স্মিথ-সুনীল নারিকে ভোট দিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮২৬ জন। অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ৮৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। মাত্র ১৪ শতাংশ ভোট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা স্পিনার সুনীল নারিন।

এবি ডি ভিলিয়ার্স-রশিদ খানকে ভোট দিয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬২৩ জন। ৮৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। মাত্র ১৩ শতাংশ ভোট পেয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান।

রোহিত শর্মা ও সাকিব আল হাসাকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ৮৪৯ জন ভোট দিয়েছেন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ৬৬ শতাংশ ভোট পেয়ে একধাপ এগিয়ে রয়েছেন। ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা পেয়েছেন মাত্র ৩৪ শতাংশ ভোট।

কেন উইলিয়ামসন-লাসিথ মালিঙ্কাকে ভোট দিয়েঠেন ১ লাখ ২৪ হাজার ৫৮১ জন। ৫৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪২ শতাংশ ভোট পেয়েছেন শ্রীলংকান সেরা পেসার লাসিথ মালিঙ্গা।

ডেল স্টেইন-রবিচন্দ্রন অশ্বিনকে ভোট দিয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৪০ জন। ৭৪ শতাংশ ভোট পেয়ে একধাপ এগিয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। মাত্র ২৬ শতাংশ ভোট পেয়েছেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

জেমস অ্যান্ডারসন-মহেন্দ্র সিং ধোনিকে ভোট দিয়েছেন ১ লাখ ২০ হাজার ৬৬৬ জন। ভারতকে দুটি বিশ্বকাপ উপহার দেয়া সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পেয়েছেন ৬৭ শতাংশ ভোট আর ৩৩ শতাংশ ভোট পেয়েছেন ইংলিশ পেসার অ্যান্ডারসন।

বেন স্টোকস-ক্রিস গেইলকে ভোট দিয়ছেন ১ লাখ ২০ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ইংলিশ পেসার বেন স্টোকস পেয়েছেন ৫২ শতাংশ ভোট। আর ৪৮ শতাংশ ভোট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল।

বুধবার সকাল ৭টা পর্যন্ত ভোট দেয়া যাবে। তার পরই নির্বাচিত হবেন সেরা ক্রিকেটার।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button