প্রধান সংবাদ

লন্ডনে করোনাভাইরাসে প্রাণ গেল আরেক বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্ক:

লন্ডনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মারা যান ওই ব্যক্তি।

৩৬ বছর বয়সী ওই ব্যক্তি লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে থাকতেন। তিনি সিলেটের অধিবাসী। ওই ব্যক্তির লাশ রয়েল লন্ডন হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লাশ স্বজনদের কাছে কীভাবে কখন হস্তান্তর করা হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১২জন মারা গেছে। এরমধ্যে দুজন বাংলাদেশি।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী তৃতীয় ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী আরেক বাংলাদেশি।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button