প্রধান সংবাদসারাদেশ

মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ৩ নম্বর ফেরিঘাট পদ্মায় বিলীন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সর্বনাশা পদ্মা নদীর প্রবল স্রোতে বিলীন হয়ে গেল মুন্সিগঞ্জের শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট। একইসঙ্গে ঘাটের পাশে একটি মসজিদ ভেঙে গেছে।

মঙ্গলবার দুপুরে পদ্মার তীব্র স্রোতে এ ঘটনা ঘটে। এছাড়া আশপাশের স্থাপনাগুলো বিলীন হয়ে যাচ্ছে।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, আজ দুপুরে পদ্মার তীব্র স্রোত ও ভাঙনের কবলে পড়ে শিমুলিয়ার ৩ নম্বর ফেরিঘাটটি বিলীন হয়ে গেছে। পন্টুনটি এখন ঘাটের অবস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে পদ্মায় ভাসছে।

এছাড়া ফেরিঘাটটির সংযোগ সড়ক, বিআইডাব্লিউটিএ’র নির্মিত খাবারের দোকান, মসজিদ এসব তলিয়ে গেছে পানিতে। বর্তমানে রো রো ফেরি চলাচল বন্ধ আছে। বাকি দুইটি ঘাট সচল আছে যা দিয়ে ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় ১৫০টি গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। ঘাটটি মেরামত বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

চিত্রদেশ/এস//

Related Articles

Back to top button