চিত্রদেশ

মিথিলা এবার নির্মাতা, অভিনয়ে তার মেয়ে

স্টাফ রিপোর্টার:
লকডাউনের ঘরে বন্দী হয়ে কাটছে সময়। নেই শুটিং, নেই কোনো কাজ। তবু সৃষ্টিশীল মন কি আর চুপ থাকে। সে কিছু না কিছু করতেই চায়। তেমনি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও সৃষ্টি করেছেন। যে সৃষ্টির হাত ধরে নির্মাতা হিসেবে হাজির হলেন তিনি।

লকডাউনের অলস সময়কে কাজে লাগিয়ে মিথিলা বানিয়ে ফেললেন একটি শর্ট ফিল্ম ৷ এই শর্ট ফিল্মের নাম দিলেন ‘দ্য ফরগটেন ওয়ান’৷

এই শর্ট ফিল্মের সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সদস্যরা। মিথিলার তৈরি শর্ট ফিল্মের গল্পটি লিখেছেন তার বোন মিম রশিদের স্বামী জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। সহযোগিতায় আছেন তার আরেক বোন মিশৌরি রশিদ।

এ ছবিতে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন মেয়ে আয়রা। তবে এর সঙ্গে জড়িয়ে নেই মিথিলার বর্তমান স্বামী সৃজিত মুখার্জি।

‘দ্য ফরগটেন ওয়ান’ শর্ট ফিল্মটি মিথিলা আপলোড করেছেন তার ইউটিউব চ্যানেলে। সেটি বেশ আলোচনায় এসেছে।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button