প্রধান সংবাদ

পুরান ঢাকায় ২০০ ভবন লকডাউন

স্টাফ রিপোর্টার:
পুরান ঢাকায় খাজে দেওয়ান লেনে একটি মসজিদ কমিটির সহ-সভাপতি ও এক নারীর করোনায় আক্রান্ত হওয়ায় ওই এলাকার ২০০ ভবন লকডাউন করা হয়েছে। মঙ্গলবার চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যে মসজিদ কমিটির সহসভাপতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি সমাজের চলাচল করেছেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করেছেন। এছাড়া ওই লেনের এক নারী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এই দুটি গলিতে আনুমানিক ২০০ ভবন রয়েছে জানিয়ে ওসি বলেন, এদিন বিকাল ৫টার পর থেকে কাউকে ওই এলাকায় ঢুকতে এবং বের হতে দেওয়া হচ্ছে না। কারও কিছু প্রয়োজন হলে পুলিশের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাস এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু ও ১৬৪ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে দেশের যেসব অঞ্চলে করোনাভাইরাস আক্রান্ত রোগী বেশি, সেসব অঞ্চল লকডাউন করার নির্দেশনা ইতোমধ্যে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

চিত্রদেশ//এল//

 

আরও

Leave a Reply

Back to top button