গল্প-কবিতা

পরম আকাঙ্ক্ষা

মেহেবুব হক

আমি যৌবনের উত্তপ্ত জ্বালাময়ী আগুনে নিঃশেষ করেছি জীবনের অমৃতসুধা
বহমান গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে নষ্ট করেছি সুখময় স্বপ্নের ভবিষ্যৎ
নফসের গোলামিতে তিল তিল করে দূষিত করেছি জাগ্রত বিবেক
অনাচার ও অনৈতিকতার পুনঃপুনঃ আহ্বানে রুদ্ধ করেছি শুভবুদ্ধির দ্বার
জিবনীশক্তির সবটুকু হারিয়ে আমি যখন নিঃস্ব প্রায়
এক অলৌকিক জ্যোতির্ময় আলো আমাকে দেখায় সত্যের পথ
যে পথের প্রতিটি আঙিনায় হাঁটলে ধরা পড়ে নফসের বিকৃত কদর্য রূপ
কামনা ও বাসনার লাল গালিচায় অনুভূত হয় পরিশীলিত মার্জিত ভালোবাসার স্বর্গীয় সৌরভ
জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে অনুভব করি প্রশান্তির নমনীয় পরশ
জীবন ও যৌবনের মণিকাঞ্চনে রচিত হয় সুখস্বপ্নের নীড়
এই সেই সত্যের পথ
যে পথের পরতে পরতে ছড়িয়ে আছে কষ্ট ও দুঃখের হাজারো কথামালা
তবুও হৃদয়ের আকাশে ঘুরে বেড়ায় শান্তির পায়রা
যার একটি ডানা ঝাপটায় ক্ষণিকের সব দুঃখ –কষ্ট ধুয়ে মুছে গিয়ে
হৃদয়ের মাঝে নির্মিত হয় সবর ও ধৈর্যের মনোরম প্রাসাদ
যে প্রাসাদের একচিলতে বারান্দায় দাঁড়িয়ে আমি প্রহর গুনি
দয়াময় আল্লাহ্র সাথে পরম আকাঙ্ক্ষিত সেই সাক্ষাতের
যে বিরল সাক্ষাতের জন্য সাধকের হৃদয় উদগ্রীব থাকে চিরকাল ।

তাং-০৩/০৭/২০২০ ইং, ঢাকা ।

 

কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button