![](https://chitrodesh.com/wp-content/uploads/2022/02/kobitaaaa.jpg)
গল্প-কবিতা
নূরুন নাহারের কবিতা ” আশাীর্বাদ”
সুরভিত কুসুমে ভরিয়ে দিলেম
তোমার জয়ের ডালা,
পরম যতনে পরিয়ে দিলেম
আশীর্বাদের মালা।
প্রভাতের সূর্যসম জ্বলবে
তােমার প্রদীপ শিখা,
নব জাগরণ ললাটে তোমার
পরাবে নতুন আলোর দিশা।
বিশ্বজগৎ সাজে ঐ নতুন সাজে,
সফল হও সকল কাজে
বিজয়ের ঘন্টা ঐ বাজে।
![](https://chitrodesh.com/wp-content/uploads/2022/02/226894571_204795211486276_1406241520079423366_n-300x246.jpg)