গল্প-কবিতা

নবি (সা:) সারা জাহানের রহমত

মেহেবুব হক

ইয়া নবি সালামু আলাইকা
ইয়া রাসূল সালাম আলাইকা।
ইয়া হাবিব সালামু আলাইকা
সালাওয়া তুল্লাহে আলাইকা।।

তুমি যে বিশ্বেরই রবি
আলোতে ভাসিল সবই।
আঁধার দূর হলো বুঝি।
কল্যাণের শুভ সূচনা দেখি।।

তুমি যে নুরের নবি
সত্যের কান্ডারি তুমি।
পেরেশানে থাকলে ডুবি
বান্দার মঙ্গল ভাবি।।

তুমি যে বিশ্বনবি
জগতের রহমত বুঝি।
ঘোচালে যত জরা-ক্লান্তি
আনলে ধরায়ে শান্তি।।

তুমি যে মানবদরদি
দীনের বন্ধু অন্তর্যামী।
দেখালে মুক্তির পথ দামি
হলো জগতের মানুষ শান্তিকামী।।

 

কবি: মেহেবুব হক

আরও

Leave a Reply

Back to top button