প্রধান সংবাদ

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল শাহবাগ

স্টাফ রিপোর্টার:
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে উত্তাল শাহবাগ। ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে পালিত হচ্ছে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি।

‘ধর্ষণের ও নিপীড়ন বিরোধি ছাত্র জনতা’, ‘সেভ আওয়ার ওম্যান- বাংলাদেশ’ এবং প্রগতিশীল বিভিন্ন সংগঠন ধর্ষণের বিরুদ্ধে এসব কর্মসূচি পালন করছে।

আজ বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার পর থেকেই আন্দোলনকারীদের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে দেখা যায়।

মানববন্ধন থেকে ‘এই বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষকের আস্তানা জালিয়ে দাও-পুড়িয়ে দাও’, ‘অবিলম্বে ধর্ষকের ফাঁসি চাই’, ‘যেই সরকার ধর্ষক পোষে, সেই সরকার চাই না’ ইত্যাদি স্লোগান দেওয়া হচ্ছে।

চিত্রদেশ//এল/

Tags

আরও

Leave a Reply

Back to top button