প্রধান সংবাদ

ঢাকা দক্ষিণের সব মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

স্টাফ রিপোর্টার:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে সাতজনেরই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটে প্রার্থী হতে দক্ষিণের সাতজন মনোনয়ন পত্র দাখিল করেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন মেয়র প্রার্থীদের মনোনয়ন বৈধতা ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button