অর্থ-বাণিজ্য

চার বছরে বৈদেশিক বিনিয়োগ ১১ বিলিয়ন ডলার: বিডা

স্টাফ রিপোর্টার:
দেশে সড়ক-বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়নে বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে ২ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

আর ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত প্রায় ১১ বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলানগরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চার বছরপূর্তি উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় বিশ্ব ব্যাংকের ইজ ডুয়িং বিজনেস ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অবস্থান দুই অংকে নিয়ে আসার লক্ষ্যে সূচকভিত্তিক একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই সূচকে এ বছর বাংলাদেশের অবস্থান ১৭৬ থেকে ৮ ধাপ এগিয়ে ১৬৮-তে উন্নীত হয়েছে।’

সিরাজুল ইসলাম বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সবধরনের সেবা অনলাইনে দেওয়ার লক্ষ্যে বিডা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতায় দেশের প্রথম ইন্টার অপারেবল ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল প্রস্তুত করেছে। ৩৫টি সংস্থা থেকে ১৫৪টি সেবাকে ওএসএস কার্যক্রমের মাধ্যমে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে বিডা ২১টি সেবা ওএসএসের মাধ্যমে দিচ্ছে। শিগগিরই আরও ১৬টি সেবা এ তালিকায় যুক্ত হবে।’

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button