গল্প-কবিতা
কানিজ কাদীরের কবিতা- ‘স্নিগ্ধ ভালোবাসা চাই’
আমায় একগুচ্ছ স্নিগ্ধ
ভালোবাসা দাও-
আমি অনন্তকাল ধরে অপেক্ষায় আছি।
যে ভালোবাসায় থাকবে
হৃদয়ের ছোঁয়া
এমনই একটু ভালোবাসা
দাও আমায়।
আমি অপেক্ষায় থাকব
আরও অনন্তকাল।
হিসেবের ভালোবাসা চাইন আমি
চাই নিখুঁত খাটিঁ ভালোবাসা
যে ভালোবাসায় থাকবে-
হৃদয় নিংড়ানো অনুভুতি
বিশ্বাস ভরা নির্ভরতা
এমনি একটি ভালোবাসা
চাই আমি।
আমি আজও অপেক্ষায় আছি
আমায় একগুচ্ছ স্নিগ্ধ
ভালোবাসা দাও
আমি দু’হাত ভরে নেব
তৃপ্ত হবে অতৃপ্ত আত্মা
আমি প্রাণ ভরে তোমায় বাসবো ভালো।
লেখক: কানিজ কাদীর