গল্প-কবিতা

কানিজ কাদীরের কবিতা ‘বৃষ্টি’

বৃষ্টি পড়ে টাপুর টুপুর-
টিনের চালে গাছের ডালে,
বৃষ্টি পড়ে নুপুর ঝুমুর-
উঠানের ঐ খড়ের পালে।
বৃষ্টি পড়ে রিমঝিম্ ঝিম্-
জানালার ঐ গ্রীলের কোণায়,
বৃষ্টি পড়ে ছম্ ছম্ ছম্ –
ছাদের উপর সবই ভেজায়।
বৃষ্টি পড়ে কচুর পাতায়-
সীমের ফুলে, লাউয়ের ডগায়,
বৃষ্টি পড়ে ঝম্ ঝমিয়ে,
গাছের ডালে পাতায় পাতায়।
বৃষ্টি পড়ে নদীর জলে, নাওয়ের পালে-
হাঁসের দলে পুকুর ঘাটে,
বৃষ্টি ছোটে দল বেঁধে-
মাঠের ঐ সবুজ তটে।
বৃষ্টি পড়ে মনের কােণে-
আনে ছন্দ এক মিষ্টি,
বৃষ্টি পড়ে চোখের পাতায়-
হয় যদি অনাসৃষ্টি।।

 

কানিজ কাদীর

Related Articles

Back to top button