গল্প-কবিতা

আবু জাফর খানের কবিতা ‘ফুল ফোটার গোপন ইতিহাস’

আবু জাফর খান

ফুল ফোটার-
আসল রহস্য ভেদ করতে গিয়ে
আলো আর আঁধারে চোখ বুঁজে টের পাই
অনন্তের দিকে হেঁটে যাচ্ছি এক নীলচে কিশোর,
একহাতে কৃষ্ণের বাঁশি আরেকহাতে প্রণয়ের নির্জিত বালা;

ফুল ফোটার রূপ বুঝতে গিয়ে দেখি-
মৃত্তিকায় লুকোনো মূল হতে রক্ত ঝরছে,
কোনও এক বসন্তে দ্রোণপুষ্প ফোটে, দুইভাগে ভাগ হয়ে দুই ঠোঁটে
আসলে ভালোবাসারও এক নিজস্ব অন্ধকার আছে
আগুনের সুতো বুনে বুনে জ¦লে ওঠে ঠিক
তবে শতবিভাজিত পোড়া দাগের মতো-
শুকনো পাতার শরীরে শীত মেখে দাঁড়ালে আমি তার কানে
মুখ রেখে ডাকি…তবুও নৈঃশব্দ;

আঁধার নেমে আসে
রচিত যন্ত্রণার টুকরো শব্দ গড়ে নীরবতার,
শব্দেরা ভোর আনে না!
ফুল ফোটার গোপন মর্ম ধরতে গিয়ে টের পাই-
আমার বিভক্ত ছায়ারা কাঁপছে সময়শেষের বেহালায়;

ফুল ঠিক ফোটে-
বর্ষায় বসন্তে, ভস্মের বিস্তার তবু চারদিক।

লেখক:

Related Articles

Back to top button