চিত্রদেশ

আতিকের পক্ষে ভোটে চাইলেন নায়ক ফেরদৌস

স্টাফ রিপোর্টার:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের ভোটের প্রচারে অংশ নিয়েছেন নায়ক ফেরদৌস আহমেদ।

শুক্রবার বিকালে রাজধানী মিরপুরের ভাষানটেক এলাকায় আতিকুল ইসলামের সঙ্গে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চান তিনি।

এ সময় তিনি আতিকের লিফলেট বিতরণ করেন এবং ঢাকাবাসীকে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

নৌকার প্রচারে নায়ক ফেরদৌসের উপস্থিতি ভোটারদের মধ্যে সাড়া ফেলে। এদিন ভাষানটেক বস্তি এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি, আওয়ামী লীগ নেতা ওকিল উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

চিত্রদেশ //এস//

Related Articles

Back to top button