শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল
স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। সোমবার সকাল থেকে ঘাট এলাকায় ঈদের ছুটিতে বাড়ি ফেরা হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘাটে যানবাহনের পাশাপশি যাত্রীদের চাপ অত্যাধিক রয়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা থেকে যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল ও অটোরিকশায় চেপে ঘাটে আসছেন। এমনকি রাতের বেলায় যাত্রীরা ট্রাকে করে ঘাটে পৌঁছেছেন।
‘ঘাটে ফেরি ভেড়ার সঙ্গে সঙ্গে হাজারো যাত্রী গাদাগাদি করে ফেরিতে চড়ছেন। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই যাত্রীরা নদী পারাপার করছেন’
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ম্যানেজার ম্যারিনা আহামদ আলী বলছেন, কর্তৃপক্ষ ৪টি ফেরি চলাচলের নির্দেশ দিয়েছে। ওইসব ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এখন যেরকম চাপ রয়েছে তা বেলা বাড়ার সাথে সাথে কমে যাবে।
চিত্রদেশ//এস//