চিত্রদেশ

করোনা : ১ লক্ষ পরিবারের দায়িত্ব নিলেন অমিতাভ

বিনোদন ডেস্ক:

মাছি থেকে করোনা ছড়ায়, আমাবস্যায় করোনার ব্যথা বাড়ে, হোমিওপ্যাথি ওষুধেই মারা যায় প্রাণঘাতী করোনাভাইরাস এসব মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন। এবার আর কোনো মন্তব্য নয় করোনা মোকাবেলায় নিজেকে সামিল করলেন বিগবি।

অল ইন্ডিয়া ফিল্ম ইমপ্লোয়িসের আওতায় দৈনিক আয়ের ভিত্তিতে কাজ করা ১ লক্ষ কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন অমিতাভ বচ্চন। সব সময় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় অমিতাভকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার অমিতাভের সঙ্গে এই উদ্যোগে যোগ দিয়েছে সনি পিকচার্স নেটওয়ার্ক ও কল্যাণ জুয়েলার্স।

এ প্রসঙ্গে সনি নেটওয়ার্কের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে পরিস্থিতিতে জনাব বচ্চন যে উদ্যোগ নিয়েছেন আমরা তার সঙ্গে আছি। ‘উই আর ওয়ান’-এর সহযোগিতায় থাকবে সনি পিকচার্স ও কল্যাণ জুয়েলার্স, আমাদের পক্ষ থেকে দেশের ১ লক্ষ পরিবারকে মাসের রেশন দেওয়া হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রথম সারির হাইপারমার্কেট ও গ্রোসারি স্টোরের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং অল ইন্ডিয়া ফিল্ম ইমপ্লোয়িস কনফেডারেশনের তালিকাভুক্ত কর্মীদের মধ্যে বারকোড সমৃদ্ধ ডিজিটাল কুপন বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে তারা রেশন নিতে পারবে।’

চিত্রদেশ//এল//

 

Related Articles

Back to top button