গল্প-কবিতা
শেখ নজরুল এর কবিতা ‘বিধি কী শুনবে’
মানুষ ভালো থাকলে বিধি
তোমার কিসের আপত্তি
তুমি যদি দয়া কাড়ো
বাঁচবো নাতো একরত্তি
পাপ যদি খুব কইরা থাকি
শুধরে নেবার সুযোগ দাও
তুমিই মালিক আমরা প্রজা
বুকে না হয় টাইনা নাও
তুমি যদি থামাতে চাও
পারবো নাতো পা নাড়তি
মানুষ ভালো থাকলে বিধি
তোমার কিসের আপত্তি
কান্দে সবাই চক্ষু ভেজায়
ক্যামনে তোমার পরাণে সয়
তুমি যদি হ্ইবা পাষাণ
দয়ার সাগর ক্যান বা কয়
বাধ্য যদি না হই তোমার
দেখাও না হয় ঠুনকো ভয়
জীবন বিধান যাহার হাতে
ক্যান গো তারে পাষাণ কয়
তুমি না করলে রহম
বলো সবাই যাইগো মত্তি
মানুষ ভালো থাকলে বিধি
তোমার কিসের আপত্তি
#সুরগাঁও
১৮ মার্চ ২০২০