গল্প-কবিতা

মো: মেহেবুব হকের কবিতা ‘হৃদয়ছোঁয়া গল্প’

মৃত তারাদের আলোতেই সেজে ওঠে রাতের আকাশ
জোছনার সবটুকু পরশে প্লাবিত স্বপ্নময় রঙিন পৃথিবী
অমরত্বের বাণী শোনায় রাতজাগা ভোরের পাখিরা
নবীনদের আগমনে উচ্ছসিত সারি সারি গাঙচিল ।
চিরদিন আকাংখার তীব্র গন্ধ দেহ মনে ভাসে
বাসনার অন্তহীন জ্বালায় যৌবন কখনোবা হাসে
সাধনার হিমালয় উঁকি দেয় নিরবে নিভৃতে আনমনে ।
এমনিভাবে সভ্যতার চাকা ঘোরে
মাটির পৃথিবীতে মানুষরুপী ফেরেশতাদের বৃষ্টি নামে
মৃত্তিকার চির অন্ধকারে স্থিত হয় নশ্বর দুনিয়ার হৃদয়ছোঁয়া গল্প ।

Related Articles

Back to top button