গল্প-কবিতা
শেখ নজরুল এর একুশের কবিতা ‘প্রেমিক বর্ণমালা’
বর্ণমালার ক্যানভাসে
আজ সাজানো ছিলো তোমার শরীর
আমি কবিতার জন্য শব্দ নিয়ে
সাজিয়েছি কবিতার মুগ্ধ স্তবক
জানি আজ শেষ হবে
অসমাপ্ত সবচেয়ে সুন্দর কবিতাটি
তোমার শাড়ির আঁচল থেকে
চারটি বর্ণ আমি চুরি করেছি
তারপর…..
ভালোবাসা শব্দটি এই অন্ধকারে
জোছনার মতো গলে গলে পড়ছে
🌷🥀
সুরবাড়ি
২১ ফেব্রুয়ারি ২০২০
কবি: শেখ নজরুল