অমর একুশের বইমেলায় এসেছে মেহবুব হকের পঞ্চম কাব্যগ্রন্থ ‘নাতে রাসুল (সা:’) বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের পারিজাত প্রকাশনীর ৩৫১-৩৫২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ‘নাতে রাসুল (সা:)’ এ মোট ৫৭টি কবিতা রয়েছে।
বাংলাদেশ একটি মুসলিম দেশ। আশেকে রাসুল মানে রাসুল (সা:) প্রেমিক যারা আছেন, তাদের কাছে লেখকের বইটি সাদরে গৃহীত হবে বলে লেখকের প্রত্যাশা।
‘নাতে রাসুল (সা:)’ কাব্যগ্রন্থটি নিয়ে এর রচয়িতা কবি মেহবুব হক বলেন, আমরা যদি ইসলাম ধর্মকে ভালোভাবে জানতে চাই। তাহলে আগে আমাদেরকে আল্লাহ রাসুল (সা:) কে জানতে হবে। পড়তে হবে। বুঝতে হবে। আমি মনে করি, ইসলাম ধর্মের বেসিক জানতে গেলে অর্থাৎ শরিয়ত সুচারুরুপে পালন করতে গেলে আল্লাহ রাসুলের প্রতি মহব্বত থাকতে হবে। একবার যখন আল্লাহ রাসুলের প্রতি আমাদের পরিপূর্ণ মহব্বত তৈরি হবে। তখন হযরত মুহাম্মদ (সা:) উপর যে দ্বীন এসেছে আল্লাহর পক্ষ থেকে সেই দ্বীনকে সেই শরিয়তকে আমরা সবাই পালন করতে সমর্থ হবো। সেই হিসেবে আমি মনে করি ‘নাতে রাসুল (সা:)’ যদি বাংলাদেশের মানুষের কাছে থাকে এবং তারা যদি রাসুল প্রেমিক হয় তাহলে মানুষের ঈমান বৃদ্ধি পাবে। দ্বীন পালনের তৌফিক পাবেন।
চিত্রদেশ//এইচ//