
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মেহেবুব হকের কবিতা ‘নিদারুন প্রশান্তির ঢেউ’
তোমার হৃদ্যতায় আমার আকাশ ছুঁয়ে যায়
মনের উচ্ছাসে মুছে যায় গ্লানি
হতাশার মেঘ হারিয়ে যায় বহু দূরে
মনের গহীনে শুধুই জন্ম নেয় বিরামহীন ক্লান্তির নিদারুন প্রশান্তি ।
এ যেন অজানা ঐশ্বরিক অনুভূতি
আনন্দ ও অশ্রুর সংমিশ্রনে বেঁচে থাকার প্রকাশ
স্রোতের বিপরীতে চলার অদম্য শক্তি, সাহস ও নৈতিক মনোবলের জোয়ার
সকল বাধা বিপত্তি সমূলে পায়ে দলে মাথা উঁচু করে চলার পাথেয়
সেই চিরন্তন পথের গৌবব হয়ে
মেহেবুব তুমি বহুদূর পথ চলে
হারিয়ে যাও ইতিহাসের সাক্ষী হয়ে
মরমি সভ্যতার অন্তহীন দিগন্তে
পৌঁছে যাও আধ্যাত্মিকতার অনন্য ভুবনে
পরম শান্তির পুন্যময় যৌবনে ।
যেখানে নেই জিঘাংসার ভয়াল থাবা
পরশ্রীকাতরতার লেলিহান শিখা
বিদ্বেষের বিষময় বাষ্প
আছে শুধুই শান্তির নিরন্তর ঢেউ
যা আশেকে রাসূলের কলব হয়ে
সপ্ত আসমান জমিন ছুঁয়ে
ছড়িয়ে গেছে ইলমে লাদুনির অনন্ত জগতে
লা মোকামের পানে
মুক্তির টানে ।





