
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মেহেবুব হকের কবিতা ‘প্রতিটি দিন’
রাত্রির গভীর চাদরে মুড়ে থাকে রাতের আকাশ
নির্জলতার বুকে মানবিক প্রশান্তি খোঁজে ধরিত্রী
অপার বিস্ময়ে ভোরের আকাশকে স্বাগত জানায় উদীয়মান সূর্য
নির্মল ক্লান্তির সবটুকু পরশ ঘুচে যায় নবদিনের সূচনায়।
এমনিভাবে সভ্যতার বুকে কত রঙিন স্বপ্ন হাসে
রোদ-ঝড়-বৃষ্টির ফোয়ারায় দিন চলে সংগ্রামের বেশে
অলৌকিক স্বর্গীয় সাধনায় যুক্ত হয় নতুন অভিধান।
আবারো বাহারি রঙে পৃথিবী সাজে
আগমনী গান মুখরিত হয় সভ্যতার ভাঁজে
অনিচ্ছার ইচ্ছায় সাজে প্রতিটি দিন।





