
জেনে নিন প্রতিদিন লবঙ্গ খাওয়ার আশ্চর্য উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক
লবঙ্গ শুধু খাবারে স্বাদ বাড়ায় না, এটি প্রাকৃতিকভাবে অসংখ্য স্বাস্থ্য উপকারে ভরপুর এক মশলা। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও প্রদাহবিরোধী গুণাগুণের কারণে লবঙ্গকে প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে পুষ্টিবিদ বলেছেন, লবঙ্গ কেবল মশলা নয়, এটি অসাধারণ পুষ্টিগুণে ভরপুর একটি প্রাকৃতিক উপাদান, যা শরীরের সার্বিক সুস্থতায় ভূমিকা রাখে।
প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খাওয়ার উপকারিতা
সকালে লবঙ্গ চিবিয়ে খেলে লালা উৎপাদন বাড়ে, যা হজমে সহায়তা করে।
বমি বমি ভাব ও অ্যাসিডিটি দূর করে।
কাশি দমন ও গলা ব্যথা উপশমে কার্যকর।
বার্ধক্য বিলম্বিত করে ও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।
মুখের দুর্গন্ধ দূর করে মুখগহ্বর সতেজ রাখে।
জয়েন্ট ব্যথা উপশমে সহায়তা করে।
শরীরের জন্য উপকারিতা
লবঙ্গের নিয়মিত সেবনে রক্তে শর্করার মাত্রা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, হজমের উন্নতি হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। এটি লিভারের স্বাস্থ্য রক্ষায়ও বিশেষভাবে উপকারী।
ভারতীয় ফিটনেস টেক প্রতিষ্ঠান জিওকিউআইআই-এর পুষ্টিবিদ জানান, লবঙ্গের ইউজেনল ও থাইমল যৌগ লিভারের কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং লিভার ডিটক্সে কার্যকর ভূমিকা রাখে।
লবঙ্গ চিবিয়ে খেতে না পারলে বিকল্প উপায়
সকালের ওটমিলে সামান্য লবঙ্গগুঁড়া মিশিয়ে নিন।
দই বা চায়ের সঙ্গে ছিটিয়ে খেতে পারেন।
মাংসের ম্যারিনেড বা বেকিং রেসিপিতেও ব্যবহার করা যায়।
সতর্কতা
যদিও লবঙ্গের রয়েছে নানান উপকারিতা, তবে অতিরিক্ত সেবনে মুখে জ্বালা, অ্যাসিডিটি বা লিভারে প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিন খালি পেটে ১-২টি লবঙ্গ চিবিয়ে খাওয়াই যথেষ্ট।
প্রাচীন আয়ুর্বেদেও লবঙ্গকে বলা হয়েছে “প্রাকৃতিক অ্যান্টিসেপটিক” যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে রাখে সতেজ ও শক্তিশালী।





