প্রধান সংবাদবিনোদন

মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল: শাওন

বিনোদন ডেস্ক
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন বর্তমানে কাজে অনিয়মিত হলেও সামাজিকমাধ্যমে বেশ সরব। দেশের মধ্যে চলমান সম্প্রতিক ইস্যুতে মন্তব্যে করেন তিনি। এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর সংবাদ সম্মেলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন শাওন।

গতকাল শনিবার (২৩ আগস্ট) নিজের ফেসবুকে ওই ভিডিও প্রকাশ করে শাওন লিখেছেন, “এই ‘ঘিলু’ মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলেন কবে? ফরেন পলিসি নিয়ে পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সাথে মিটিং করছেন!”

এরপর লেখেন, “ওনার ভাষ‍্যমতে ‘গত ১৫/২০ বছরে’ অনেক চেষ্টা করেও পাকিস্তান তাদের ভালো ভালো জিনিস আমাদের শেখাতে পারেনি! যাক ভালোই হলো, ‘বিল্ডিং রিলেশনশিপ’ এর পর এখন বাংলাদেশ সব শিখে নিবে।”

সবশেষে তিনি অভিনেত্রী লিখেছেন, “৪৪ সেকেন্ড পার করে দেখলাম ‘৭১ ডিলের একটা ইস‍্যু’ও নাকি আছে যেটা ওনাদের মতে দ্রুত সমাধান(!) করা উচিত। মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!”

১৯৮১ সালের ১২ অক্টোবর জন্ম নেওয়া শাওন একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি দেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

 

Related Articles

Back to top button