
মো: মেহেবুব হকের কবিতা ‘জান্নাত হতে পতন’
আমাদের স্থিতি ছিল অনুপম সৌন্দর্যের পরম স্বর্গীয় উদ্যানে
সাত আসমানের উপরে , আল্লাহর আরশের ঠিক নিচে
ছিলাম আমরা পরম করুণাময়ের অতি মেহেরবানিতে ।
কিন্ত সইলো না বেহেস্তের অনন্ত সুখ আমাদের কপালে
শয়তানের চক্রান্তে ছারখার হয়ে গেল আমার অন্তরাত্মার পবিত্র কুঠির ।
স্বর্গীয় সুখানুভূতি আজ পরিণত হল বিরহের দুর্ভেদ্য কারাগারে ।
নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভোগের ঐশী ফরমান পেয়ে
বেহেস্তের অনন্ত সুখ ছেড়ে পতিত হলাম আমরা পঙ্কিলময় পৃথিবীর আস্তাকুড়ে
বিচ্ছিন্ন হয়ে পড়লাম আমরা দুজনে নির্জনে ।
কেউ বা সিংহলে আবার কেউ বা জেদ্দার ভিতরে ।
তিনশ বছর বিচ্ছেদের আগুনে জ্বলে পুড়ে সয়ে
দয়াময় আল্লাহ্র নিকট ক্ষমা ভিক্ষা পেয়ে
আবারো আমরা মিলিত হলাম আরাফতের ময়দানে ।
আবারো দুজনের হৃদয়ে প্রেমের বাশি বাজলো
দুজন দুজনকে কাছে পাওয়ার পবিত্র আকাঙ্ক্ষা জাগলো
শুরু হয়ে দুনিয়ার সংসার যাত্রা
আদম (আ) ও বিবি হাওয়া(আ) এর পথ ধরে
জাগতিক লোভ লালসা কামনা বাসনার স্বাদ অন্তরে ধারন করে
রহমান ও রহিমের দরবারে পুনঃপুনঃ ক্ষমা প্রার্থনা চেয়ে
আল্লাহ্র বান্দারা এগিয়ে চলেছে মুক্তির পানে
চিরস্থায়ী জান্নাতের টানে
অনন্য ভালোবাসার স্বর্গীয় সোপানে ।