
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মেহেবুব হকের কবিতা ‘আমি প্রতিদিন নিজেকে পোড়াই’
আমার দৃষ্টি ধীরে ধীরে প্রক্ষিপ্ত হয় ভাবনার গভীরে
অদম্য চেতনার মায়া সমুদ্রে ডুব দিই আমি
সিক্ত হয় আমার জীবন
তৃপ্ত হয় আমার অন্তরাত্মা
তখন নিজেকে আবিষ্কার করি নির্জন উপত্যকায়
সবুজের গহীন অরণ্যে
পবিত্রতার স্নিগ্ধ সমীরনে
হতচকিত মনে ,
দুরু দুরু তনে ।