অর্থ-বাণিজ্য

কানায় কানায় পূর্ণ বাণিজ্য মেলা

স্টাফ রিপোর্টার:
সপ্তাহিক ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মানুষের স্রোতে কানায় কানায় পূর্ণ মেলা প্রাঙ্গণে যেন তিল ধারণের ঠাঁই নেই। ফলে বাড়তি ক্রেতা সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রয়কর্মীরা।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থী বাড়তে থাকে। বিকেল গড়ালে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মেলা প্রাঙ্গণ। কেউ সপরিবারে, কেউ বন্ধু-বান্ধবীর সঙ্গে দল বেঁধে ঘুরতে এসেছেন মেলায়।

এদিকে মেলায় ক্রেতাদের বেশি আগ্রহ দেখা গেছে গৃহস্থালি পণ্যে। প্লাস্টিক পণ্যের পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরনের ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক গৃহস্থালি পণ্যে ক্রেতাদের নজর বেশি। মেলা প্রাঙ্গণ ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

মেলায় আরএফএল প্লাস্টিকের ৩৮ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়ানের ইনচার্জ ইমতিয়াজ বলেন, গৃহস্থালি প্লাস্টিকের পণ্য সোফা ওয়ারড্রবসহ আমাদের প্রায় সাড়ে চার হাজার আইটেমের পণ্য রয়েছে। সর্বনিম্ন ১০ টাকা থেকে ১২ হাজার টাকায় এসব বিক্রি হচ্ছে।

তিনি জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন প্লাস্টিক পণ্য তৈরি করে আরএফএল। আকর্ষণীয় ডিজাইনে স্বল্পমূল্যে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করায় আমাদের পণ্যের প্রতি মানুষের আগ্রহ একটু বেশি। মেলায় ক্রেতাদের ১৫-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে। পাশাপাশি পণ্যের ফ্রি হোম ডেলিভারি দেয়া হচ্ছে।

বিক্রি প্রসঙ্গে তিনি জানান, মেলার শুরু থেকেই বিক্রি ভালো হচ্ছে। আজকে ছুটির দিন দর্শনার্থীর চাপ অনেক বেশি। প্যাভিলিয়ন ক্রেতা-দর্শনার্থীতে ভর্তি। তাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্মীরা।

 

চিত্রদেশ //এস//

Related Articles

Back to top button