প্রধান সংবাদ

বিশ্ব মিডিয়ায় হলি আর্টিজান মামলার রায়

আন্তর্জাতিক ডেস্ক:
রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার রায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ফলাও করে প্রচারিত হচ্ছে।

আন্তর্জাতিকভাবে আলোচিত ওই মামলার আট আসা‌মির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত।

খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে একজন। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বুধবার দুপুরে রায় ঘোষণার পরই আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স লিখেছে– ‘বাংলাদেশে ২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনের মৃত্যুদণ্ড ঘোষণা’।

আলজাজিরা লিখেছে, ‘হলি আর্টিজান ক্যাফেতে হামলা: ঢাকার আদালতে সাতজনের মৃত্যুদণ্ড’।

দণ্ডপ্রাপ্ত আসামিদের ইসলামপন্থী উল্লেখ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাত ইসলামপন্থীর মৃত্যুদণ্ড’।

চীনের সংবাদমাধ্যম সিনহুয়া লিখেছে, ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’।

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজর পত্রিকা লিখেছে, খাগড়াগড় চক্রী হাতকাটা নাসিরুল্লার মৃত্যুদণ্ড কাফে-হামলা মামলায়।

পত্রিকাটি আরও লিখেছে- দণ্ডপ্রাপ্তদের মধ্যে ভারতের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাকে মৃত্যুদণ্ড দিলেন ঢাকার আদালত।

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সেই শীর্ষ নেতা সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লা ঢাকায় হোলি আর্টিজান কাফে হামলারও মূলহোতা ছিল।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির আত্মঘাতী সদস্যরা।

তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি। বুধবারের রায়ে ‌মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ।খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।

 

চিত্রদেশ ডটকম//এলএইচ//

 

Related Articles

Back to top button