প্রধান সংবাদবিনোদন

বাঁধন ‘র’ এর এজেন্ট!

বিনোদন ডেস্ক

নানা ইস্যুতে বরাবরই সোচ্চার অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। তার অনেক মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আলোচনা-সমালোচনা। এবার এই অভিনয়শিল্পী জানালেন, গতকাল শনিবার (২৪শে মে) থেকে একটা পক্ষ তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট বলে আখ্যা দিয়েছে। তাই বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন তিনি। সেখান থেকে তিনি ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন

বাঁধন জানালেন, দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন চেয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্ট ঘিরে আবার একটা পক্ষ তাকে ‘র’–এর এজেন্ট বলে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ফেসবুকে পোস্ট করা বাঁধনের সেই পোস্ট এ রকম, ‘দেশের একজন নাগরিক হিসেবে আমি চাই, বাংলাদেশের জাতীয় নির্বাচন যেন দ্রুত সময়ে অনুষ্ঠিত হয়। আমি সেই দলকে ভোট দিব, যারা উত্তরাধিকারের ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করবে। এখন সময় এসেছে আরও ন্যায়সঙ্গত, সাম্যবাদী ও অন্তর্ভুক্তিমূলক একটি সমাজের দিকে এগিয়ে যাওয়ার—যেখানে ন্যায্যতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত হবে এবং দেশটি সব নাগরিকের জন্য সেরা একটি দেশ হয়ে উঠবে।’

বাঁধন গণমাধ্যমকে বললেন, ‘ভারত বাংলাদেশের জাতীয় নির্বাচনের কথা বলছে। বিএনপিও চাইছে দ্রুততম সময়ে যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে আমি যখন নির্বাচন নিয়ে পোস্ট দিলাম, তিনটি বিষয় একই সূত্রে মিলিয়ে আমাকে “র”–এর এজেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে। ভারত, বিএনপিও দ্রুত নির্বাচন চাইছে, আমি বললেই র–এজেন্ট। অথচ বিষয়টা মোটেও এ রকম কিছু নয়। এটা নাগরিক হিসেবে আমার চাওয়া।’

Related Articles

Back to top button