অন্যান্যপ্রধান সংবাদ

চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা নেই: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক
বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ‘চ্যানেল ওয়ান’ প্রায় ১৬ বছর আগে বন্ধ হয়ে যায়। ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক এবং প্রতিহিংসাবশত শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে এই গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করেন। পরে কর্তৃপক্ষ উচ্চ আদালতের দ্বারস্থ হয়েও চ্যানেলটি সম্প্রচারের অনুমতি পায়নি।

চ্যানেল ওয়ানের মালিক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। দীর্ঘদিন কারাভোগের পর গত ৫ আগস্টের পর মুক্তি লাভ করা এই ব্যবসায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচিত। ক্ষমতার পালাবদলের পর চ্যানেল কর্তৃপক্ষ আপিলের অনুমতি পায়।

Related Articles

Back to top button