
অন্যান্যপ্রধান সংবাদ
বাংলা একাডেমি পরিচালিত ৬ পুরস্কার ঘোষণা
নিজস্ব প্রতিবেদকবাংলা একাডেমি পরিচালিত ৬টি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।
২৬ ডিসেম্বর বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।