আমাদের সমাজে
মানুষরূপী কিছু কিট আছে।
না, আমি এদের কীট বলব না,
বলব ঘুণপোকা।
এই ঘুণপোকাগুলো দেখতে চমৎকার!
সুন্দর পোশাক, চেহারায় খুবই ফিটফাট।
হাসি, ঠাট্টা, গল্পগুজবেও এদের জুড়ি নেই।
অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের ধরা খুবই কঠিন।
একটু একটু করে কুরে কুরে খাচ্ছে এরা-
আমাদের পরিবার, সমাজ ও দেশ।
শিকল পড়া সমাজ ও পরিবার
এদের কাছে বন্দি।
মুখোশধারী এসব ঘুণপোকাগুলোর
মুখোশ উন্মোচন করাও কঠিন।
এরা কখনও অর্ধশিক্ষিত,কখনও অশিক্ষিত
কখনও বা শিক্ষিত-জ্ঞানী।
এদের আঠালো লালায় পালিত হচ্ছে
নতুন নতুন ঘুণপোকা।
নতুন ঘুণপোকাগুলো বড় বড় হয়, বাচ্চা দেয়
আবার নতুন করে কুট কুট করতে থাকে,
নতুন কিছু কাটবে বলে।
লেখক:-