কানিজ কাদীরে কিছু মুক্ত ভাবনা ‘ব্যবহার ও আচরণ’
মানুষের মন খুব স্পর্শকাতর। মানুষ অনেক সময়ই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। চলার পথে মানুষকে অনেক মানুষের সাথে মিশতে হয়, অনেক রকম কাজ করতে হয়। আমরা অনেকেই নিজেকে নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে একটা কাজ শেষ করতে পারি। একে অপরের সাথে পারস্পরিক কাজ করতে যেয়ে আমাদের নানা কথাই বলতে হয়। কিন্তু দেখা যায় প্রায়শ:ই আমরা অনেকেই সামান্য ব্যাপারেই এত খিটমিটে আচরণ করি, যা না করলেই বোধ হয় ভাল হয়। আবার অনেকে তো অল্পতেই এত বাজে ব্যবহার করে ফেলে যা শুনতে ও দেখতে খুবই খারাপ লাগে। আসলে কারও সাথে খারাপ ব্যবহার করে আমরা নিজেরাই নিজেদের ছোট করি। কারও সাথে খারাপ ব্যবহার না করে অন্য উপায়েও তাকে অনেক কিছু বুঝিয়ে দেয়া যায়। ভাল ব্যবহার দিয়ে আমরা যে সম্মান অর্জন করতে পারি তা অন্য কিছু দিয়ে পাওয়া যায় না। ভাল ব্যবহার জীবনকে মহিমান্বিত করে। ভাল ব্যবহারে মানুষের ভালোবাসা খুব সহজেই পাওয়া যায়। মানুষ একা কখনো চলতে পারে না। আমাদের চারপাশের মানুষগুলোর সাথে সুন্দর সম্পর্ক তৈরি করাই বুদ্ধিমানের কাজ।